নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে বজ্রপাতে নিহত শিশু তোফায়েল আহমদ তামিম (১১) ও সালমান আহমদ (১২) ও ইয়াহিয়া (২৮) এর পরিবারকে সরকারি ভাবে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ২টায় বজ্রপাতে নিহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ ১০হাজার টাকা করে তোলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুদানের টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন কানাইঘাট বড়চতুল ইউ.পির চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন চতুলী, ১নং ওর্য়াডের ইউ.পি সদস্য আজিজুর রহমান, ৭নং ওর্য়াডের সদস্য ওলিউর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর বজ্রপাতে নিহত তোফায়েল আহমদ তামিমের পিতা বড়চতুল ইউ.পির হারাতৈল উপর বড়াই গ্রামের করিম আলী, সালমান আহমদের পিতা ফখরুল আহমদ ও রায়পুর গ্রামের ইয়াহিয়ার পিতা ইলিয়াছ আলী প্রমুখ। অনুদানের টাকা প্রদানকালে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বজ্রপাতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন আমরা সবাই এ দুঃখজনক মৃত্যুতে ব্যতিত হয়েছি। বজ্রপাতে যাতে করে আর কারো অনাকাংখিত মৃত্যু না হয় এ জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় যেন আমরা সাবধান হয়ে চলাফেরা করি। প্রসঙ্গত যে, গত মঙ্গলবার হারাতৈল দক্ষিন হাওরে বজ্রপাতে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তামিম ও তার চাচাতো ভাই মাদ্রাসা শিক্ষার্থী সালমান এবং রায়পুর গ্রামের ইয়াহিয়া সুনামগঞ্জ হাওরে বোরো ধান কাটতে গিয়ে সোমবার মারা যান।
কানাইঘাট নিউজ ডট,কম/০৩ মে ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়