Thursday, May 17

সড়কের বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তাজিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: সাবেক ছাত্রনেতা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি কলেজ পরিদর্শক মোঃ তাজিম উদ্দিন ঐতিহ্যবাহী কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সর্বসম্মতি ক্রমে তাজিম উদ্দিনকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে তিনি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ছিলেন। এলাকার কৃতি সন্তান তাজিম উদ্দিনের সুযোগ্য নেতৃত্বে সরকারি ভাবে সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার ব্যাপক মান উন্নয়ন ঘটে। তাজিম উদ্দিন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ঐতিহ্যবাহী সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন সহ শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল অর্জন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ড আরো তরান্বিত হবে বলে অভিভাবক, শিক্ষক মন্ডলী এবং এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে সাবেক ছাত্রনেতা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহকারি পরিদর্শক তাজিম উদ্দিন সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বিভিন্ন মহল। প্রসঙ্গত যে, অত্যন্ত সুনামের সহিত পূর্বে তাজিম উদ্দিন সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম.সি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে ছিলেন। 

কানাইঘাট নিউজ ডট.কম/১৭ মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়