Monday, May 7

কানাইঘাটে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম কানাইঘাট উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা/দপ্তর প্রধান, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা প্রশাসনের উদ্যেগে  সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম বলেন, তিনি সিলেট বিভাগের কমিশনার হিসাবে যোগদানের পর থেকে ইতিমধ্যে বিভিন্ন উপজেলা পরিদর্শন করে সেখানকার প্রধান সমস্যা গুলো চিহ্নিত করে সরকার কর্তৃক এ অঞ্চলের গ্রামীণ জনপদের উন্নয়ন মূলক কর্মকান্ড তরান্বিত করার জন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্ট জনদের সাথে মতবিনিময় ও মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, সিলেট বিভাগ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কর্মসংস্থান বৃদ্ধির জন্য সিলেটে ব্যাপক হারে শিল্পায়ন, ডিজিটাল জোন স্থাপনার উদ্যোগে নিয়েছে সরকার। কিন্তু শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে সিলেট অঞ্চল। এ থেকে আমাদের উত্তোরণ ঘটাতে হবে। সিলেট বিভাগের অধিকাংশ উপজেলায় গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের পদ শূণ্য রয়েছে। এটা একটি রাষ্ট্রীয় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, সরকারি শূণ্যপদ পূরণের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সকল বিভাগে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ের সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের শূণ্যপদ পূরণ করা হবে বলে তিনি জানান। বর্তমান
সরকারের নানামুখী যুগান্তকারী প্রদক্ষেপের কারণে দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এ জন্য সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট সন্ধিপ কুমার সিংহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার লুসিকান্ত হাজং, পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, আওয়ামী লীগ নেতা রিংকু চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে ফয়েজ আহমদ, জেমস লিওফারগুশন নানকা, আলী হোসেন কাজল, মাওঃ আবুল হোসাইন, মামুন রশিদ, মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ কানাইঘাটের নানা সমস্যার কথা তোলে ধরার পাশাপাশি বিশেষ করে সুরমা ও লোভা নদী মারাত্মক ভাঙ্গন কবলিত গৌরিপুর নামক স্থানে স্থায়ী বাধ নির্মাণ, সরকারি দপ্তরের কর্মকর্তাদের শূণ্যপদ পূরণ, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য বেশি করে ডিপ টিউবওয়েল বিতরণ ও রিং পাইপ লাইন স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূণ্যপদে ডাক্তার ও সরকারি উচ্চ বিদ্যালয়ের শূণ্যপদে শিক্ষক নিয়োগ, গ্রামীণ এলাকার এলজিডির পাকা রাস্তাগুলো দ্রুত সংস্কার, প্রত্যন্ত এলাকার উন্নয়নে সরকারি অর্থ বেশি করে বরাদ্ধ, সবধরনের ভাতা বৃদ্ধি, সুরমা নদী থেকে বালু উত্তোলন বন্ধ, জলবদ্ধতা দূরীকরণ, তীর সিলংয়ের বিরুদ্ধে অভিযান জোরদার এবং লোভাছড়া পাথর কোয়ারি এলাকার পরিবেশ রক্ষা ও ঠিলা এবং পাহাড় কাটা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও লোভাছড়া কে পর্যটন এলাকা গড়ে তোলার দাবি জানান বিভাগীয় কমিশনার নাজমানারা খানুমের কাছে। তিনি এসব দাবি দাওয়ার বিষয়টি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তোলে ধরার পাশাপাশি সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করে কানাইঘাটের আর্থ সামাজিক উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক মহল ও সুশীল সমাজকে দেশ প্রেমে উদ্বুদ্ধধ হয়ে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। এছাড়া বিভাগীয় কমিশনার নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, কানাইঘাট থানা, সদর তফশীল অফিস ও নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও তফশীল অফিস, ডালাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং দিঘীরপার ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম কে মতবিনিময় সভার শুরুতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। 

কানাইঘাট নিউজ ডট.কম/০৭ মে ২০১৮ ই্ং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়