Wednesday, May 30

কানাইঘাট সাতবাঁক ইউপির ৯ কোটি ৭৪ লাখ টাকার বাজেট পেশ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে আয় ৯কোটি ৭৪লক্ষ ৬৭হাজার ৬শত টাকা দেখানো হয়েছে। উদ্বৃত্ত ১লক্ষ ৩১হাজার টাকা দেখানো হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে ছোট এ ইউনিয়নের বাজেট অর্থের দিক থেকে অন্যান্য ইউনিয়নের চেয়ে পরিধি অনেক বেশি। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে ইউনিয়নের নাগরিক বৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। বুধবার বিকেল ২টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গণ্যমান্য ব্যক্তিবর্গ নানা শ্রেনির পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পেশ করেন, চেয়ারম্যান মস্তাক
আহমদ পলাশ। বাজেটে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, স্থানীয় সংসদ সদস্য কর্তৃক বিভিন্ন খাতে অনুদান প্রদান, সরকারি প্রাপ্ত বরাদ্ধ, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও ইউনিয়নের রাজস্ব খাতে অর্থের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেটে শত ভাগ রাজস্ব আদায়, ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়ন, দারিদ্র বিমোচন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, স্যানিটেশন, সৌর বিদ্যুতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট পেশকালে চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ বলেন, সরকারের বিভিন্ন মহল থেকে প্রাপ্ত বরাদ্ধ, স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা ও বিভিন্ন দাতা গোষ্ঠির অর্থায়নে সাতবাক ইউনিয়নের সার্বিক উন্নয়ন মূলক সকল কাজ এগিয়ে চলছে। ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাস্তা পাকা করন, ইট সলিং, ব্রীজ, কালর্ভাট, নদী ভাঙ্গন রোধ, বিদ্যুতায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন শেষের দিকে। প্রস্তাবিত বাজেট শত ভাগ বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের প্রত্যাশা প্রাপ্তির বাস্তবায়ন সহ সাতবাক ইউনিয়নকে সিলেট জেলার মধ্যে শ্রেষ্ঠ মডেল ইউনিয়নে পরিনত করা হবে। এ জন্য সরকারের সকল সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় প্রশাসন, ইউনিয়নের নাগরিক বৃন্দ, রাজনৈতিক মহল ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি। পলাশ আরো বলেন, ইতি মধ্যে সাতবাঁক ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত, ভিক্ষুক মুক্ত ও শতভাগ স্যানিটেশনের আওতায় আনা হয়েছে। ভিক্ষুকদের পূণ:বাসিত করা হয়েছে। সিলেট জেলার মধ্যে কর আদায়ের দিক থেকে সাতবাঁক ইউপি প্রথম সারিতে রয়েছে। শীঘ্রই ইউনিয়নকে মাদক মুক্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত সকল ধরনের সেবা ইউনিয়ন তথ্য সেবা থেকে নাগরিকরা গ্রহণ করতে পারবেন। ইউপি সদস্য ছাব্বির আহমদের পরিচালনায় উন্মুক্ত বাজেট আলোচনায় বক্তব্য রাখেন ইউপির সচিব আব্দুল জব্বার, সাতবাঁক ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী, চরিপাড়া রহিমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরীফ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা চিন্ময় কুমার চন্দ, প্রভাষক সালেহ আহমদ, মাওলানা জমশেদ আলী, সালেহ আহমদ, হাজী আব্দুল ওয়াহিদ, ইউপি সদস্য জাহাঙ্গীর শামীম কামরুল সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন। 

কানাইঘাট নিউজ ডট.কম/৩০মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়