নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে মতবিনিময় অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের কাছে পর্যটন সমৃদ্ধ কানাইঘাট লোভাছড়া চা-বাগান এলাকায় সরকারি অর্থায়নে একটি দৃষ্টিনন্দন সিড়িসহ পর্যটকদের বসার স্থান নির্মাণের জন্য আহবান জানালেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। আজ সোমবার সকাল
১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম। মতবিনিময় কালে ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা তার বক্তব্যে বিভাগীয় কমিশনারকে কানাইঘাট বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনার কানাইঘাটে এ আগমনের মধ্য দিয়ে উপজেলাবাসীর অনেক প্রত্যাশা পূরণ হবে। সেই সাথে উপজেলার বিরাজমান সমস্যা নিরসনে বিভাগীয় কমিশনারে প্রতি আহবান জানিয়ে ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা বলেন, আপনার মাধ্যমে জৈন্তাপুরের লালাখাল পর্যটন এলাকাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে বসার জন্য দৃষ্টিনন্দন স্থাপনা করা হয়েছে। লোভাছড়া এলাকায় পর্যটকদের আগমন ভাড়ানোর জন্য সেখানে তাদের বসার জন্য দৃষ্টিনন্দন উদ্যোগের আহবান জানালে কমিশনার নাজমানারা খানুম লোভাছড়া চা-বাগান এলাকায় পর্যটকদের বসার ও বিশ্রামের জন্য স্থাপনা নির্মাণের আশ্বাস দেন।
কানাইঘাট নিউজ ডট.কম/০৭ মে ২০১৮ ইং
খবর বিভাগঃ
দর্শনীয় স্থান
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়