Thursday, May 24

কানাইঘাটের বাউরভাগে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ৭নং বানীগ্রাম ইউপির নিজ বাউরভাগ গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র নূর উদ্দিন (৬০) এর নানা কর্মকান্ডে গ্রামবাসী অতিষ্ট হয়ে উঠেছেন। স্থানীয়রা জানান, গ্রামের এক অসহায় মুক্তিযোদ্ধার বোনের ভিট বাড়ীর জমি জবর দখল, সরকারি গোপাটের জমি দখল, গ্রামের মুজম্মিল আলীর পুত্র ইব্রাহিম আলী ও ভাতিজার ভিট বাড়ীর জমি দখল সহ প্রতিবেশীদের সাথে ফিৎনা সৃষ্টি, গাছপালা কর্তন এবং প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানী সামাজিক সালিশ বিচার কে অবজ্ঞা করে এলাকায় নানা ধরনের নেতিবাচক কর্মকান্ড
চালিয়ে যাচ্ছেন কয়েকটি মামলার আসামী নূর উদ্দিন বলে ভূক্তভোগী ও স্থানীয় লোকজন জানিয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কাউকে তোয়াক্কা না করে অন্যের জমি-জমা জবর দখল রাখতে নূর উদ্দিন হাতিয়ার হিসাবে প্রতিপক্ষের লোকজনদের মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছেন বলে গ্রামের অধিকাংশ লোকজন জানিয়েছেন। সর্বশেষ গ্রামের ইব্রাহিম আলী গংদের ভিট বাড়ীর একটি অংশের জায়গা নূর উদ্দিন জবর দখল করে রাখলে ইব্রাহিম আলী গংরা এলাকায় সালিশ বিচার প্রার্থী হন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সালিশগন সরকারি ও স্থানীয় সার্ভেয়ার দ্বারা মাপযোগ করে বসত বাড়ীর সীমানার জায়গা চিহ্নিত করে দেন। নূর উদ্দিন গংরা মাপযোগ না মেনে সার্ভেয়ারদের গালিগালাজ সহ সালিশগণকে ডিঙ্গিয়ে ইব্রাহিম আলী গংদের হয়রানী করার জন্য থানায় সম্প্রতি একটি অভিযোগ দায়ের করলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির সরেজমিনে ঘটনাস্থলে গেলে বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তির জন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশের উদ্যোগ নেন। ইব্রাহিম আলী ও তার পক্ষের লোকজন জানান সালিশকে ডিঙ্গিয়ে নূর উদ্দিন গত ৮ মে তিনি সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় সাজানো একটি অভিযোগ দায়ের করলে পুলিশি তদন্তে নূর উদ্দিনের অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। কান্না জড়িত কণ্ঠে গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত রহমত আলীর বোন অসহায় জাহানারা বেগম জানিয়েছেন নূর উদ্দিন জোরপূর্বক ভাবে তার ভিট বাড়ী জবর দখলের চেষ্টা করছে। বসত ঘর নির্মাণ করতে দিচ্ছে না অসহায় ভাবে তিনি ছেলে-মেয়েদের নিয়ে জীবন যাপন করছেন। একই বাড়ীর জমির উদ্দিনের স্ত্রী সিরাজুন নেছাকে মারধর ও তার বাড়ীর গাছপালা কেটে নেওয়া ও ভিট বাড়ীর জায়গা জোরপূর্বক ভাবে দখল করে নেওয়ায় সিরাজুন নেছা বাদী হয়ে থানায় নূর উদ্দিন গংদের বিরুদ্ধে মামলা দায়ের করেন যাহা আদালতে বিচারাধীন রয়েছে। ইব্রাহিম আলীসহ তার স্বজনরা জানান গ্রামের নিরীহ মানুষের জমি দখলসহ নানা অপরাধ মূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে নূর উদ্দিন। মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানী করছে সে। কয়েক বছর পূর্বে নূর উদ্দিন তার আপন ভাতিজাকে অপহরণ করে, এছাড়া তার বিরুদ্ধে সরকার বাদী মামলাসহ একাধিক মামলা রয়েছে। এলাকাবাসী এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নূর উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে ভাবে আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে তা সঠিক নয়। জমিজমা নিয়ে অনেকের সাথে বিরোধ রয়েছে তাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। 

কানাইঘাট নিউজ ডট.কম/২৪ মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়