Sunday, May 6

কানাইঘাটে ন্যাশনাল লাইফের মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কানাইঘাট জোনাল অফিসের গ্রাহক কানাইঘাট পৌর সভার বায়মপুর গ্রামের মরহুমা হাজিরা বেগমের মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসে এ উপলক্ষ্যে চেক হস্তান্তর ও উন্নয় সভার আয়োজন করা হয়। কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের ইনচার্জ এ্যাডভোকেট আব্দুল হাইর সভাপতিত্বে ও জনবীমা ব্রাঞ্চ ম্যানেজার সুহেল আহমদের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর এরিয়া চীফ জোনাল
ইনর্চাজ হরিপদ রায় টিপু। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট টিভি ও কানাইঘাট নিউজ ডটকমের সম্পাদক মাহবুুবুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছমির আহমদ। বক্তব্য রাখেন কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের ডিসি ওলিউর রহমান, রোকশানা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে কানাইঘাট জোনাল অফিসের গ্রাহক মরহুমা হাজিরা বেগমের নমীনি তার ৩ মেয়ের কাছে মরণোত্তর বীমা দাবির ১লক্ষ ৬৫ হাজার ২৩৭টাকার চেক তোলে দেন অতিথিবৃন্দ। চেক প্রদানকালে বীমা ব্যক্তিত্ব হরিপদ রায় টিপু বলেন, ন্যাশনাল লাইফ সব সময় বীমা গ্রাহকদের পলিসি প্রদান এবং মরণোত্তর বীমা দাবি পরিশোধ করে থাকে। তিনি জোনাল অফিসের সকল মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে বীমা পলিসি গ্রহনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আহবান জানান। সেই সাথে তিনি বীমা গ্রাহক মরহুমা হাজিরা বেগমের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কানাইঘাট  নিউজ ডট.কম/০৬ মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়