Wednesday, May 16

কানাইঘাটে কারিতাসের শিখন সহভাগিতা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কারিতাস সিলেট অঞ্চলের উদ্যোগে কানাইঘাটে দুর্যোগবান্ধব স্বল্প মূল্যের গৃহ মূলধারায় সম্পৃক্তকরণ (এমডিএফএলসিএইচ) প্রকল্পের আওতায় আঞ্চলিক পর্যায়ে শিখন সহভাগিতা কর্মশালা বুধবার (১৬মে) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশিক উদ্দিন চৌধুরীর
সভাপতিত্বে ও কারিতাসের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বপন ভট্টাচার্জের উপস্থাপনায় কর্মশালায় সম্মানিত অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং, কারিতাস সিলেট অঞ্চলের পরিচালক যোয়াকিম গমেজ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নুর,সাংবাদিক আলিম উদ্দিন আলিম, কারিতাসের মাঠ কর্মকর্তা মো: আবু তাহের, পিও ডানিয়েল ধৃতু স্মাল, অর্গানাইজার প্রণয় পিউরি পিকেশন, মনিকা মাহলি, ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা এবং কারিতাসের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় কারিতাসের কানাইঘাটের মাঠ পর্যায়ের কর্মকর্তারা স্বল্প মূল্যে টেকসই গৃহ নির্মাণ, দুর্যোগ মোকাবেলায় করণীয়সহ এবং কারিতাস কর্তৃক কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ও পূর্ব ইউপিতে সুবিধা ভোগীদের জন্য নেওয়া গৃহ নির্মাণ সহ অন্যান্য কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা কানাইঘাটে নেওয়া কারিতাসের চলমান কার্যক্রম বাস্তবায়ন করার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, কারিতাস দরিদ্র পীড়িত ও দুর্যোগপূর্ণ এলাকার মানুষকে সচেতন, তাদের বাসস্থান দিয়ে পুর্নবাসিত, আত্মকর্মসংস্থান, প্রাকৃতিক দুর্যোগের সময় করনীয় বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ মানব কল্যাণমূলক কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশসনীয়। তারা কারিতাসকে কানাইঘাটের অন্যান্য ইউনিয়নে তাদের সেবামুখি কার্যক্রম আরো প্রসারিত করার অনুরোধ জানান।

কানাইঘাট নিউজ ডট,কম/১৬মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়