কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের বহুল প্রচারিত দৈনিক সিলেটের ডাক পত্রিকার সিনিয়র চিফ রিপোর্টার সিরাজুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন কানাইঘাটের কমর্রত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ। রবিবার (২৭ মে) রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতার পুরষ্কার লাভ করায় তাঁকে অভিনন্দন জানান সাংবাদিকরা।
উল্লেখ্য দৈনিক সিলেটের ডাক পত্রিকায় প্রকাশিত “সিলেট অঞ্চলে হেড নেক ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, মূল কারণ তামাকজাত পণ্যের ব্যবহার” শীর্ষক প্রতিবেদনের জন্য আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরীতে মূলত তাঁকে এ পুরষ্কার প্রদান করা হয়। এ সম্মাননা পুরষ্কার তুলে দেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার অব. ডাঃ এম.এ মালিক ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডাঃ আবুল কালাম আজাদ।
সম্মাননা গ্রহণ করায় সোমবার (২৮ মে) এক অভিনন্দন বার্তায় কানাইঘাটের কমর্রত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের মধ্যে অভিনন্দন জানিয়েছেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রশিদ, দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি কাওছার আহমদ, দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি আলা উদ্দিন, জালালাবাদ পত্রিকার প্রতিনিধি শাহীন আহমদ, সবুজ সিলেট পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম, সুরমা মেইলের প্রতিনিধি মুমিন রশিদ, সিলেট ভয়েস ও যুগভেরী প্রতিনিধি সুজন চন্দ অনুপ।
কানাইঘাট নিউজ ডট.কম/প্রেবি/২৮ মে ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়