Sunday, May 6

কানাইঘাটে ৭ পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ উপজেলার বড়চতুল ইউপির লখাইরগ্রামে মৃত জয়নাল আবেদীনের বাড়িতে গত শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ৭ পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার সহ জুয়া খেলার তাশ ও নগদ কিছ টাকা উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হল উপজেলার আগ্রীপাড়া গ্রামের নিলাময় দাস, হারুনুর রশিদ, সুহেল আহমদ, লখাইগ্রামের ফয়সল
আহমদ, সুহেল উদ্দিন, সুহেল আহমদ, সামছুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই স্বপন চন্দ্র সরকার,হুমায়ুন কবির আবু কাওছারসহ একদল পুলিশ শনিবার মধ্যরাতে লখাইরগ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র সুহেল উদ্দিনের বসত ঘরে সংঘবদ্ধ হয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় পুলিশ সেখানে হানা দিয়ে উল্লেখিত ৭ জুয়াড়িকে গ্রেপ্তার ও জুয়ার বোর্ডের তাশ, নগদ ২১১৯টাকা উদ্ধার করেন। ধৃতদের বিরুদ্ধে জুয়া আইনে আজ রবিবার থানায় মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করেছে পুলিশ। স্থানীয় লোকজনদের অভিযোগ প্রায়ই লখাইরগ্রামের জয়নাল আবেদীনের পুত্র সুহেলের বসত ঘরে জুয়া খেলাসহ অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে। তার বাড়িতে পুলিশ হানা দিয়ে ৭ জন কে গ্রেপ্তার করায় এলাকার লোকজন থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

কানাইঘাট নিউজ ডট.কম/০৬ মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়