Saturday, May 12

পবিত্র মাহে রমজান উপলক্ষে কানাইঘাট পৌরসভার মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে কানাইঘাট পৌরসভার উদ্দ্যোগে কানাইঘাট বাজারের আইনশৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা আজ শনিবার সকাল ১১ টায় কানাইঘাট থানা প্রাঙ্গণে অনুষ্টিত হয়। বাজারের ব্যবসায়ী, বিভিন্ন পরিবহন সংঘটনের নেতৃবৃন্দ, সুধীজন, রাজনৈতিক দলের নেতৃবৃন্ধের উপস্থিতিতে পৌর মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লূসিকান্ত হাজং,
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, ওসি (তদন্ত) মোঃ নূনু মিয়া, পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদ, আব্দুল হেকিম শামীম, ইজ্জাদুর রহমান চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছূর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কাজল, শামীম হায়দার, হাজী জালাল আহমদ, নুরুল আমীন, কাউন্সিলর তাজ উদ্দিন, সাহাব উদ্দিন, শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক নেতা ফিরোজ মিয়া, দক্ষিন বাজার শাখার সি.এন.জি স্টেন্ডের সভাপতি শরিফ উদ্দিন, উত্তর বাজার শাখার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, শ্রমিক নেতা আলমগীর কবির, হাবিব উল্লাহ, প্রমূখ। মত বিনিময় সভায় রমজান মাস উপলক্ষে কানাইঘাট বাজারের আইনশৃংখলার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম স্থিতিশীল রাখা, বেজাল ও বাসী খাবার বন্ধ, বাজারের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের উপর সভায় গুরুত্ব দেয়া হয়। এসব সিদ্ধান্ত অমান্যকারীদের বিরোদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সভায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের উপর গুরুত্ব দেয়া হয়। 

কানাইঘাট নিউজ ডট.কম/১২ মে ২০১৮ ই্ং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়