Friday, May 25

কানাইঘাটের সালিশ ব্যক্তিত্ব ওমর ফারুক চৌধুরীর জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগনার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব কানাইঘাট বড়চতুল ইউপির মালিগ্রাম নিবাসী হাজী ওমর ফারুক চৌধুরীর জানাজার নামাজ শুক্রবার বিকেল আড়াইটার সময় মালিগ্রাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় জৈন্তিয়া ১৭ পরগনার সালিশ কমিটির নেতৃবৃন্দ,
সাবেক সংসদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ শরীক হন। পরে তার লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এদিকে প্রবীন মুরব্বি ওমর ফারুক চৌধুরীর মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ কমিটির নেতৃবৃন্দসহ কানাইঘাটের বিভিন্ন মহল। 

কানাইঘাট নিউজ ডট.কম/ ২৫মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়