কানাইঘাট নিউজ ডেস্ক:
জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর বিরোধী বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৫ ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ।
ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহতের ঘটনায় ইসরায়েলের ভাষ্য, তারা যা করেছে আত্মরক্ষায় করেছে।
একে ২০১৪ সালের যুদ্ধের পর থেকে এ পর্যন্ত গাজায় সবচেয়ে মর্মান্তিক সহিংসতার ঘটনা বলে আখ্যায়িত করা হয়েছে।
কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়ে বলেছেন, তার সেনা সদস্যরা শুধু গাজার হামাস বাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষার চেষ্টা করছিল।
এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে এ সংঘর্ষকে ‘বেপরোয়া হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হতাহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।
সোমবার তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের সূত্র ধরে এই সংঘর্ষ ঘটে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়