নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার নতুন ৩ বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কানাইঘাট মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এখলাছে এলাহীকে সভাপতি ও ষষ্ঠ বারের মতো রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানকে সচিব ও একই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মামুন আহমদকে সিনিয়র সভাপতি এবং ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ সালাম, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান, সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিনকে কমিটির সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন মোঃ এনামুল হক, আব্দুল কুদ্দুছ, মামুন রশিদ, আসাদুজ্জামান, জালাল উদ্দিন, শামীম আহমদ, আবুল কালাম, প্রদীপ কুমার চন্দ্র, আফতাব উদ্দিন, আজমল হোসেন, সাহেদ আহমদ, আমিনুল ইসলাম, এনামুল হক, রাজ্জাক আহমদ, মুহিতুর রহমান, মুস্তফা জামাল, মুজম্মিল আলী, আব্দুল মজিদ, দিলদার আহমদ, রুমা চৌধুরী, শুক্লারানী দাস, জাকারিয়া ও সেলিম আহমদ। গত ১০ মে কানাইঘাট ইউনিক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শিক্ষক সমিতির কানাইঘাট উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনে সর্বসম্মতিক্রমে উক্ত নতুন কমিটি গঠন করা হয়েছে বলে কমিটির নবনির্বাচিত সচিব ফজলুর রহমান জানিয়েছেন। এদিকে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার অন্যান্য শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
কানাইঘাট নিউজ ডট.তম/২৫মে ২০১৮ ই্ং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়