Saturday, May 5

নাজমা রহমানকে কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যানের অভিনন্দন

কানাইঘাট নিউজ ডেস্ক: 
সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সহধর্মিণী নাজমা রহমান ব্রিটেনের কেমডেন কাউন্সিল স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা।


এক শুভেচ্ছা বার্তায় জাহাঙ্গীর আলম রানা বলেন, আমাদের গর্ব নাজমা রহমান দীর্ঘদিন থেকে লেবার পার্টির রাজনীতির মাধ্যমে সেখানকার বাঙালি কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছেন। কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এখন নাজমা রহমানের মাধ্যমে বাঙালি কমিউনিটি আরোও বেশি সেবা পাবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।

কানাইঘাট নিউজ ডট.কম/প্রেবি/০৫ মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়