নিজস্ব প্রতিবেদক:
মায়ের চোখের সামনে কানাইঘাটে যাত্রিবাহী একটি চলন্ত লেগুনা গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে সাড়ে ৩ বছরের শিশু ছেলে আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ হৃদয় বিধারক ঘটনাটি ঘটেছে আজ বুধবার ৯ মে বিকেল সাড়ে ৪ টার দিকে কানাইঘাট-গাছবাড়ী বুরহান উদ্দিন সড়কের মাছুখাল সংলগ্ন কুদরতের দোকানের পাশে। স্থানীয় লোকজন দূর্ঘটনার পর লেগুনা গাড়ীটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে গেছে। জানা যায় কানাইঘাট বানীগ্রাম ইউপির সর্দারীপাড়া গ্রামের সাইফুল আলমের স্ত্রী রশনা বেগম তার সাড়ে ৩ বছরের শিশু ছেলে আব্দুল্লাহ কে মাছুখাল বাজারের একটি ফার্মেসীতে চিকিৎসার জন্য পায়ে হেঠে নিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রিবাহী লেগুনা গাড়ী স্বজোরে শিশু আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে গাড়ীর চাকার সাথে পৃষ্ট হয়ে রক্তাক্ত গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন। শিশু আব্দুল্লাহর লাশ এ রির্পোট লেখা পর্যন্ত থানায় রাখা হয়েছে। লেগুনা গাড়ীটি আটক করে ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এ দিকে সাড়ে ৩ বছরের ফুটফুটে শিশু ছেলে কে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় দূর্ঘটনায় ছেলেকে হারিয়ে মা’ রশনা বেগম বাকরোদ্ধ হয়ে পড়েছেন, আত্মীয় স্বজনরা কাঁদছেন।
কানাইঘাট নিউজ ডট.কম/০৯ মে ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়