আব্দুল্লাহ আল-মাহবুব:
কোরিয়ায় বাংলাদেশের গর্ব সিলেটি শেখ দেলোয়ার হোসেন টাইটান এর কৃতিত্ব।
ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার ক্রীড়া সম্পাদক শেখ দেলোয়ার হোসেন টাইটান কোরিয়াতে বাংলাদেশকে তোলে ধরছেন। বাংলাদেশে বিভাগ পর্যায়ে ব্যাডমিন্টন খেলে এসে কোরিয়াতে এসে থেমে না থেকে কোরিয়ান ক্লাব পর্যায়ে ব্যাডমিন্টন খেলে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ হোয়াসং সিটি কর্তৃক আয়োজিত ১৫তম হোয়াসং সিটি আন্তঃক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তার ক্লাব সসিন ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছেন। তার জুটি হিসেবে ছিলেন তারই ক্লাবের সিনিয়র সদস্য নো জিন রে।
অভিনন্দন Sheikh Dilwar Titan ভাইকে।
বাংলাদেশকে নিয়ে আরও অনেক দূর যেতে হবে। সবসময় দোয়া ও শুভকামনা থাকবে ইপিএস বাংলা পরিবারের পক্ষ থেকে।
কানাইঘাট নিউজ ডট.কম/আআমা/মার/১৪মে ২০১৮ ই্ং
খবর বিভাগঃ
মতামত
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়