Wednesday, May 2

মহান মে দিবসে কানাইঘাটে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল

নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষ্যে নিম্নতম মজুরী ১০হাজার টাকা ঘোষণা ও ৮ ঘণ্টা কর্ম দিবস সহ বিভিন্ন দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাট উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট বাজারে আয়োজিত মে দিবসের বর্ণাঢ্য র‌্যালীতে সর্বস্তরের হোটেল শ্রমিকরা অংশ গ্রহণ করেন। মিছিল শেষে বাজার ত্রিমোহনী পয়েন্টে উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আশিক উদ্দিনের সভাপতিত্বে ও মে দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক আবুল কালামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট শাহপরান থানা সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, শ্রমিক নেতা জুনেদ হাসান জিবান, সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, কানাইঘাট চতুল বাজার আঞ্চলিক শাখার সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, ফখরুল আলম, মিজানুর রহমান, জামরুল ইসলাম প্রমুখ।

কানাইঘাট নিউজ ডট.কম/০২ মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়