Monday, May 28

মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে শরীফের অভিনন্দন

কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার তিন বৎসর মেয়াদি পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর বিগত পরিষদের সদস্যবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করে সমিতিকে এপর্যায়ে নিয়ে এসেছেন সে জন্য তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আশাকরি নতুন পরিষদের সুযোগ্য নেতৃত্বে ও পরিচালনায় উপজেলার এই মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যক্রম আরো বিকশিত হবে এবং সেই সাথে উপজেলার শিক্ষার উন্নয়নে বিশেষত গুণগত মান বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। আমি সমিতির সকল সম্মানিত সদস্যের সুস্বাস্থ্য ও মঙ্গল এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
শরীফ উদ্দিন আহমদ
সাধারণ সম্পাদক 
কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ
 ও 
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসোসিয়েশন ফর ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট কানাইঘাট, সিলেট

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়