কানাইঘাট নিউজ ডেস্ক:
ওমান সাগরে কোষ্টগার্ডের গুলিতে নিহত সিলেটের কানাইঘাটের ইব্রাহিম তমিজের লাশ দেশে এসেছে আজ (বৃহস্পতিবার)।
আইনী সকল প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩১ মে) বিকালে তার লাশ ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন নিহতের পিতা কুটি মিয়া। পরে স্বজনরা বিমান বন্দর থেকে তমিজের লাশ গ্রহণ করে সড়ক পথে সিলেটে নিয়ে আসেন।
মৃত্যুর দীর্ঘ এক মাস পরে লাশ আসার খবর শুনে পাড়া প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা তমিজদের বাড়িতে ভীড় করছেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দালালের মাধ্যমে অবৈধভাবে ওমান সাগর পাড়ি দিয়ে ট্রলারযোগে ইউরোপে যাওয়ার পথে ওমানের কোষ্টগার্ডের গুলিতে নিহত হন ইব্রাহিম তমিজ। কিন্তু তার এমন করুণ মৃত্যুর সংবাদ পরিবার জানতে পারে ১ মাস পর। গত ১৯ মে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা জানতে পারেন ইব্রাহিম তমিজের মৃত্যুর খবর।
ইব্রাহিম তমিজের বাবা কুটি মিয়া জানান, শুক্রবার সকাল ১০টায় সদিওলেরমাটি শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তমিজের লাশ পঞ্চায়েত গোরস্থানে দাফন করা হবে।
কানাইঘাট নিউজ ডটকম/৩১মে ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়