Wednesday, May 2

সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগীয় ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান আলোকচিত্রী ইকবাল মনসুরের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ফটো সংবাদিক ইকবাল মনসুর সিলেটের সাংবাদিক অঙ্গনের একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন সময় সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন । তার মৃত্যুতে সিলেটের সাংবাদিকরা তাদের একজন অভিভাবক ও সহযোদ্ধা কে হারিয়েছে,যা সহজে পূরণ হওয়ার মতো নয়। শোকদাতারা হলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কানাইঘাট নিউজ ডট.কম/০২ মে ২০১৮ ই্ং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়