নিজস্ব প্রতিবেদক:
গত ১৯ এপ্রিল কানাইঘাট সদর ইউপির ছোটদেশ আগফৌদ গ্রামের আব্দুল জলিলের বাড়িতে ডাকাতিকালে ডাকাত দলের গুলিতে তার পুত্র ব্যবসায়ী ইফজাল উদ্দিনকে হত্যার ঘটনায় কানাইঘাট থানা পুলিশ আশিক উদ্দিন (৩০) এক ডাকাতকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গত রবিবার রাত ৯ টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহগলি বাজার থেকে আশিক উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত ডাকাত আশিকের বাড়ি কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম
ইউপির বাউরবাগ গ্রামে। তার পিতার নাম ফয়জুর রহমান। পুলিশের দাবী আশিক উদ্দিন আব্দুল জলিলের বাড়িতে ডাকাতির সাথে জড়িত এবং ইফজাল উদ্দিনের অন্যতম হত্যাকারী। সে ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পলাতক ছিল। এদিকে ১৯এপ্রিল মধ্যরাতে আব্দুল জলিলের পাকাঁ একতলা বাড়িতে ডাকাতিকালে ডাকাত দলকে প্রতিরোধ করতে গিয়ে গুলিতে নিহত ইফজাল উদ্দিনকে হত্যার ঘটনায় নিহতের ফুফাতো ভাই ছোটদেশ গ্রামের সাবেক ইউপি সদস্য আফতার উদ্দিনের পুত্র নাজিম উদ্দিন (২৫)কে ২০এপ্রিল পুলিশ গ্রেফতার করে। হত্যাকান্ড ও ডাকাতির তথ্য উদঘাটনের জন্য নাজিম উদ্দিনকে বিজ্ঞ আদালতের নির্দেশে গত শনিবার থানায় ২ দিনের পুলিশি রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে ওসি তদন্ত নুনু মিয়া জানিয়েছেন। রিমান্ড শেষে আজ সোমবার পুণরায় নাজিম উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ এ ঘটনায় নাজিম উদ্দিন, আশিক উদ্দিন, জকিগঞ্জ উপজেলার পূর্ব খালপাড় গ্রামের মৃত মঈন উদ্দিনের পুত্র পেশাধার ডাকাত সাবুল আহমদ ও বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের কুখ্যাত ডাকাত দুলাল আহমদের স্ত্রীকে পূর্বে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা নুনু মিয়া জানিয়েছেন ইফজাল উদ্দিন হত্যা ও জলিলের বাড়িতে যারা হানা দিয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
কানাইঘাট নিউজ ডট.কম/১৪ মে ২০১৮ ই্ং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়