কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাটে লেগুনার ধাক্কায় গিয়াস উদ্দিন (২৪) নামের এক ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মে) দুপুর ২টার দিকে উপজেলা রাজাগঞ্জ ইউপির ফালজুর ব্রীজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, ফালজুর ব্রীজ সংলগ্ন এলাকাস্থ বোরহান উদ্দিন রোডে ট্রাক চালক গিয়াস উদ্দিনের গাড়ীতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তিনি রাস্তার পার্শ্বে গাড়ী পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীতগামী একটি লেগুনা ঘটনাস্থলে পৌঁছাতেই সামনের চাকার পাংচার হলে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক চালক গিয়াস উদ্দিনকে স্বজোরে ধাক্কা দেয়। কোনকিছু বুঝে উঠার আগেই গুরুতর আহত হন গিয়াস উদ্দিন।
সাথে সাথে রাস্তার পাশে থাকা ট্রাক চালক গিয়াস উদ্দিনের ছোট ভাই আশিক উদ্দিন ও স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় তাকে সিওমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গিয়াস উদ্দিন কানাইঘাট সদর ইউপির বীরদল কচুপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের তৃতীয় পুত্র। গিয়াস উদ্দিনের বড় ভাই জসিম উদ্দিন জানান, তার ভাই গিয়াস উদ্দিনের মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারের স্বজনহারা শোকে মর্মাহত।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়