নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের ইব্রাহিমের স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। মধ্যপাচ্যের দেশ ওমান থেকে ইউরোপের দেশ গ্রীস যাওয়ার পথে কোস্টগার্ডের গুলিতে কানাইঘাটের এক তরুণের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত তরুণের নাম ইব্রাহিম। সে উপজেলার সাতবাঁক ইউপির সদিওলের মাটি গ্রামের সিরাজ উদ্দিন উরফে কুটই মিস্ত্রীর তৃতীয় ছেলে।
নিহত ইব্রাহিমের সম্পর্কের মামা স্থানীয় ইউপি সদস্য ছাব্বির আহমদ জানান, প্রায় ৫ বছর পূর্বে ইব্রাহিম মধ্যপাচ্যের দেশ ওমানে পাড়ি জমায়। সেখান থেকে দালালের খপ্পরে পড়ে গত এপ্রিল মাসে ইরান হয়ে গ্রীস যাওয়ার পথে সেখানকার কোস্টগার্ডের গুলিতে সে গুরুত্বর আহত হয়ে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত ১৯ এপ্রিল সে মারা যায়।
তবে ইব্রাহিমের পরিবার দীর্ঘ একমাস পর গত ১৯ মে শনিবার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। ইব্রাহিমের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কানাইঘাট নিউজ ডট.কম/২২ মে ২০১৮ ই্ং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়