Thursday, May 17

কানাইঘাট থানার ওসি সিলেট জেলায় শ্রেষ্ঠ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন। অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও কর্মদক্ষতার কারণে সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান আব্দুল আহাদকে সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে গত বুধবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তার হাত তোলে
দেন। এ সময় জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অস্ত্র উদ্ধার, কর্মদক্ষতা, জনবান্ধব থানা পুলিশ গড়ে তোলা, কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম শক্তিশালী, আইন শৃংখলার সার্বিক উন্নয়ন, অপরাধ মূলক কর্মকান্ড দমন ও ওয়ারেন্ট তামিল সহ নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ সিলেট জেলার ২০১৮ইং সনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বলে পুলিশ সুত্রে জানা গেছে। প্রসঙ্গত যে, আব্দুল আহাদ ২০১৭ইং সনের ১০ ফেব্রুয়ারিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। অদ্যাবধি পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি সার্বিক আইন শৃংখলার উন্নয়নের পাশাপাশি সমাজ হৈতষী ব্যক্তিবর্গ ও প্রবাসীদের অনুদানের মাধ্যমে থানার ব্যাপক উন্নয়ন, সৌন্দর্য বর্ধন, পুলিশের আবাসনের জন্য থানা প্রাঙ্গনে
ব্যারাক নির্মাণ, গাড়ীর পার্কিং গ্যারেজ নির্মান, থানা মসজিদের সম্প্রসারণ, প্রাচীর নির্মান এবং থানার অনাবাদি জমিতে জলাশয়ের মাধ্যমে মাছ চাষসহ ব্যাপক সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন। পাশাপাশি অত্যান্ত সফল ভাবে তিনি বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, থানার সকল পুলিশ অফিসারবৃন্দ ও সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করায় এবং আইন শৃংখলার উন্নয়নে সকল মহলের সহযোগিতার কারনে আমি এ সম্মান পেয়েছি, এর অংশিদার আপনারা সবাই। যত দিন কানাইঘাটে আছি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি। 

 কানাইঘাট নিউজ ডট.কম/১৫মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়