Thursday, May 24

কানাইঘাটে বাইচ দৌড়ের নৌকা ভেঙ্গে ফেলায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ৫নং বড়চতুল ইউপির হারাতৈল কাজিরপাতন গ্রামের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ৪৯ হাত লম্বা একটি নৌকা ভেঙ্গে ফেলার ঘটনায় কানাইঘাট থানায় ১০
জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গত বুধবার কাজির পাতন গ্রামের মৃত মুসলিম আলীর পুত্র কুদরত উল্লাহ (৩৫) বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়,পূর্ব বিরোধের জের ধরে গ্রামের তৈয়ব আলীর বাড়ীর পুকুরে রাখা বাইচ দৌড়ের নৌকাটি গত ২২ মে রাত ১টার দিকে দা, কোড়াল, সাবল দিয়ে ভেঙ্গে ফেলা হয়। এতে করে নৌকার ৫লক্ষ ৫০ হাজার ক্ষয়ক্ষতি সাধিত হয়। অভিযোগের স্বাক্ষী গ্রামের আব্দুস সালাম, আলাউর রহমান, ফরমান আলী, আবুল আহমদ সহ অনেকে জানিয়েছেন, বাইচ দৌঁড়ের নৌকাটির মালিক গ্রামের ১৩০ জন ব্যক্তি। কাজির পাতন গ্রামের ঐতিহ্যবাহী এ বাইচ নৌকাটি দীর্ঘ কয়েক বছর ধরে সিলেট, সুনামগঞ্জ জেলার বিভিন্ন নৌকা দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে অসংখ্য বার চ্যাম্পিয়ান সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়ে কানাইঘাটের সম্মান রেখেছিল । সেই বিশাল নৌকাটি প্রতিহিংসা মূলক রাতের আধারে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়। এঘটনায় হারাতৈল কাজিরপাতন গ্রামের মৃত জব্বার উদ্দিনের পুত্র হেলাল উদ্দিন, আব্দুল জলিলের পুত্র ময়নুল একই গ্রামের জিলু, মোহাম্মদ আলী, ফরিদ আহমদ, বদরুল ইসলাম, জিয়া, কামাল উদ্দিন, সাহেদ আহমদ, রইস উদ্দিনকে আসামী করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল বুধবার বৃহস্পতিবার পরিদর্শন করে। 

 কানাইঘাট নিউজ ডট.কম/২৪মে ২০১৮ ই্ং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়