Saturday, May 12

হুইপ সেলিম উদ্দিনের সাথে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের মতবিনিময়

কানাইঘাট নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ,সিলেট-৫(কানাইঘাট- জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য, সেলিম উদ্দিন এমপির সাথে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।  মতবিনিময় সভায়  হুইপ সেলিম উদ্দিন কানাইঘাট জকিগঞ্জের উন্নয়নে তার নানামুখী উন্নয়ন কার্যক্রম তোলে ধরেন।  বিদ্যুৎ সেবা, রাস্তা-ঘাটের উন্নয়ন, স্কুল- কলেজের ভবন নির্মাণসহ র্বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ, দুস্থ ও অসহায়দের জন্য বিশেষ কার্যক্রম সহ তাঁর আমলে এলাকার নানা উন্নয়নের কথা তোলে ধরেন।  কানাইঘাটের দর্পনগরে সুরমা নদীর উপর ব্রীজ একনেক কর্তৃক অনুমোদিত হওয়ায় কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ এমপি সেলিম উদ্দিনকে বিশেষ ধন্যবাদ জানান   এছাড়াও কানাইঘাটে এমপি সেলিম উদ্দিনের নিজস্ব অর্থায়নে সেলিম উদ্দিন একাডেমির যাত্রা শুর হওয়ায়ও সংসদ সদস্যকে অভিনন্দিত করা হয়।  সেলিম উদ্দিন এমপি এলাকার উন্নয়নে তাঁর সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান।  কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দীন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইকবাল
হোসাইনের নেতৃৃত্বে একটি প্রতিনিধি দল গত ৬ মে,  রবিবার লন্ডনে মতবিনিময় সভায় মিলিত হয়।  সংসদ সদস্য সেলিম উদ্দিনের সাথে মতনিবিময়ে আলোচনায় অংশ নেন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি মোস্তফা জামাল, সহ-সভাপতি একেএম শামসুজ্জামান বাহার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রশীদ আহমদ, সালাউদ্দিন খসরু, ট্রেজারার আব্দুর রহমান বুলবুল, কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, মাসুম আহমেদ, আবুল ফয়েজ, সারওয়ার কবির প্রমূখ।    কানাইঘাটের সামগ্রিক উন্নয়নে সেলিম উদ্দিন এমপির গণমুখী কার্যক্রমের প্রশংসা করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার উন্নয়নে সেলিম উদ্দিন এমপির কাছে বিভিন্ন দাবী-দাওয়া ও তোলে ধরেন।  হুইপ সেলিম উদ্দিন বলেন, আমার রাজনীতি মানবসেবার জন্য।  আমি রাজনীতিকে ইবাদত মনে করি।  মানবেসবাকে গুরুত্ব দিয়েই আমি কানাইঘাট - জকিগঞ্জের উন্নয়নে কাজ করছি।  গত সাড়ে চার বছরে কানাইঘাটের সর্বত্র উন্নয়ন হয়েছে উল্লেখ করে হুইপ সেলিম বলেন, এলাকায় উন্নয়ন করতে গিয়ে আমি সর্বস্তরের মানুষের সহযোগীতা পেয়েছি।   উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে সকলের সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করছি।

কানাইঘাট নিউজ ডট.কম/ প্রেবি/১২ মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়