নিজস্ব প্রতিবেদক:
নবযাত্রা সমাজ কল্যাণ সংস্থা কানাইঘাট পূর্ব চতুলের উদ্দ্যোগে ৪র্থ শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান রবিবার বিকেল ২টায় বড় চতুল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্টিত হয়। বড় চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক ছালেহ আহমদের পরিচালনায় বৃত্তি প্রধান অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ কানাইঘাট মহিলা কলেজের গবর্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুল কাহির চৌধুরী। বিশেষ
অতিথি ছিলেন, বড়চতুল হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবী আলমাছ উদ্দিন চৌধুরী , স্কুলের প্রধান শিক্ষক বেলাল আহমদ, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী,উপজেলা কৃষক লীগের সভাপতি শাহাব উদ্দিন চৌধূরী,কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বড় চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, বড়চতুল কমিউনিটি ক্লিনিকের সি.এইচ.সি.পি আবুল খয়ের।
পুরষ্কার বিতরণী অনুষ্টানে বক্তব্য রাখেন রাসেল চৌধুরী, ছাত্রনেতা আশরাফ চৌধুরী, আল-আমিন, সংস্থার সভাপতি মামুন রশিদ চৌধুরী, রুবেল আহমদ, আব্দুল কাদির, আলী হুসেন কাজল, নূর আহমদ, সাব্বির আহমদ, ফয়সল আহমদ, আসাদুজ্জামান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ আব্দূল কাহির চৌধুরী বড়চতুল এলাকার শিক্ষার উন্নয়ন ও মেধাবী কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে বৃত্তি প্রধানের আয়োজন সহ সামাজিক কর্মকান্ড বেগবান করার জন্য নবযাত্রা সমাজ কল্যাণ সংস্থার কর্মকান্ডের প্রশংসা করে বলেন, একটি এলাকার শিক্ষার প্রসার করতে হলে সমাজের তরুন যুবক ও শিক্ষার্থীদের সমাজের সকল ভালো কাজে এগিয়ে আসতে হবে। তিনি বড়চতুল হাই স্কুলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করে আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে সংস্থার উদ্দ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি প্রাপ্ত অর্ধ শতাধিক শিক্ষার্থীদের হাতে এককালীন নগদ বৃত্তি ও সনদ পত্র তুলে দেন অতিথিবৃন্দ।
কানাইঘাট নিউজ ডট.কম/১৩ মে ২০১৮ ই্ং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়