নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে আপন ২ শিশু চাচাতো শিক্ষার্থী ভাই হাওরে বোরো ধান কাটারত পিতা ও স্বজনদের দপুরের খাবার দিতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন। এ ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে অনুমান ২টার দিকে কানাইঘাট ৫নং বড়চতুল ইউ.পির হারাতৈল দক্ষিন হাওরে। বজ্রপাতে দুই চাচাতো ভাইয়ের দুঃখজনক মৃত্যুর সংবাদ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। জানা যায়, বড় চতুল ইউ.পির হারাতৈল উপরবড়াই গ্রামের করিম আলী উরফে (বতাই)’র ছেলে ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী তোফায়েল আহমদ তামিম (১১) ও তার চাচাতো ভাই ফখরুল আহমদের ছেলে মাদ্রাসা শিক্ষার্থী সালমান আহমদ (১২) হারাতৈল দক্ষিন হাওরে বোরো ধান কাটারত তাদের পিতা ও স্বজনদের আজ মঙ্গলবারের দুপুরের খাবার নিজ বাড়ি থেকে নিয়ে যাচ্ছিল। পথি মধ্যে হাওরে যাবার পথে কাল বৈশাখী ঝড়ের সাথে
বজ্রপাতের কবলে পড়ে সালমান ও তামিম বজ্রপাতে জলছে গিয়ে হাওর এলাকায় মর্মান্তিক ভাবে প্রাণ হারায়। পরে ধান কাটারত তামিম ও সালমানের পিতা ও স্বজনরা তাদের জলছে যাওয়া লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসলে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠে। বজ্রপাতে দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ ও তাদের সহপাঠিরা বাড়িতে ভীড় জমান এবং পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন। নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের শান্তনা দেন কানাইঘাট থানা পুলিশ। বজ্রপাতে নিহত তোফায়েল আহমদ তামিম স্থানীয় দূর্গাপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ও সালমান আহমদ হারাতৈল আনোয়ারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
কানাইঘাট নিউজ ডট.কম/০১ মে ২০১৮ ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়