Tuesday, April 17

কোটা বহালের দাবিতে কানাইঘাটে মুক্তিযোদ্ধাদের মিছিল


নিজস্ব প্রতিবেদক:
সকল প্রকার চাকুরিতে  মুক্তিযোদ্ধা উত্তরাধীকারীদের ৩০% কোটা বহালের দাবিতে কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট ও সন্তান কমান্ডের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মিছিল সহকারে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কমান্ডের সদস্য সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, সাবেক কমান্ডার নুরুল হক, উপজেলা সাংগঠনিক কমান্ডার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউ.পি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহফুজুল আলম চৌধুরী প্রমুখ।

স্মারকলিপিতে সাধারণ চাকুরি প্রার্থীদের সাথে মুক্তিযোদ্ধা সন্তানদের চাকুরি প্রাপ্তিকে একীভূত না করে সম্পূর্ণ আলাদা ভাবে নিয়োগের দাবি সহ প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সুপারিশ তোলে ধরা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়