নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লোভাছড়া পাথর মহালে পাথর বেচা-কেনা কে কেন্দ্র করে গত শনিবার সাহিদ আহমদ (১৭) নামে এক কিশোরের উপর বর্বর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে । নির্যাতনের শিকার ঐ কিশোর কে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় সাহিদের উপর নির্যাতনকারী স্থানীয় কান্দলা গ্রামের তৈয়ব আলী পুত্র আবুল খয়ের (৩৮) কে আসামী করে আহতের বড় ভাই একই গ্রামের তজম্মুল আলীর পুত্র পাথর ব্যবসায়ী রশিদ আহমদ বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গত শনিবার বিকেল অনুমান ২টার দিকে কোয়ারির হারিছ চৌধুরী একাডেমি সংলগ্ন স্থানে পাথর বিক্রির সময় খুচরা পাথর ব্যবসায়ী রশিদ আহমদের ছোট ভাই সাহিদ আহমদের কাছে হামলাকারী আবুল খয়ের ৫০হাজার টাকা চায়। টাকা দিতে অপারগতা জানালে আবুল খয়ের সাহিদ কে ধরে মাটিতে ফেলে উপর্যোপুরি আঘাত, লাথি, কিল, ঘুষি, চড় থাপ্পড় মেরে অচেতন অবস্থায় লোভা নদীর তীরে পানিতে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় সাহিদ কে তার স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। হাসপাতালে গিয়ে দেখা যায় উপর্যোপুরি আঘাতের কারনে সাহিদের মুখ ও শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে। যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে সে।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়