Saturday, April 14

কানাইঘাট কলেজে বাংলা নববর্ষ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪২৫ কে স্বাগত জানিয়ে কানাইঘাট কলেজের উদ্যোগে ক্যাম্পাসে মঙ্গল শুভা যাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত মঙ্গল শুভাযাত্রায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহণ করেন। পরে বাংলা নববর্ষকে বরণ করার জন্য কলেজ মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ গভঃবর্ডির দাতা সদস্য, সাবেক সংসদ আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কানাইঘাটের কৃতি সন্তান এহছানে এলাহী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সেখানকার বিশিষ্ট ব্যবসায়ী সামছুজ্জামান বাহার, কলেজের অধ্যক্ষ সামছুল আলম মামুন, উপাধ্যক্ষ লোকমান হোসেন, কলেজ গভঃবর্ডির সদস্য মখলিছুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক ফরিদুল হক ভূইয়া, হাবিব আহমদ, হিমাংশু রঞ্জন, বিলাল উদ্দিন, বিনা সরকার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াহিয়া ডালিম, শাহেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে আগামী দিনের সুন্দর শুভ কামনা করা হয়। যুক্তরাজ্য প্রবাসী সামছুজ্জামান বাহার কলেজের নির্মানাধীন জামে মসজিদের উন্নয়নে তার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়