Friday, April 27

কানাইঘাটে জমি নিয়ে বিরোধে খুনের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক:কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউ.পির সুরইঘাট এলাকার কালীনগর আগফৌদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি থামাতে গিয়ে গত বৃহস্পতিবার ছুরিকাঘাতে নিহত ফারুক আহমদ (৫০) পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ফারুক আহমদের ঘাতক গ্রেপ্তারকৃত একই গ্রামে মৃত জওয়াহির আলীর পুত্র ফখরুল ইসলাম ও তার স্ত্রী সালমা বেগম (৩৫) পুত্র কয়ছর আহমদ (২২) ও একই গ্রামের আব্দুস সাত্তারের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২/৩ জন কে আসামী করে নিহতের ভাই একই গ্রামের মহিবুর রহমান বাদী হয়ে কানাইঘাট থানায় গত বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং-১৮, তাং- ২৬/০৪/২০১৮ইং। গ্রেপ্তারকৃত ফারুক আহমদের ঘাতক ফখরুল ইসলামকে আজ শুক্রবার আদালতে সোর্পদ করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন ফখরুল ইসলাম, সাহেদ ও ফরিদ হাজী গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের মিমাংসা করতে গিয়ে মধ্যস্থতাকারী এলাকার মুরব্বি ফারুক আহমদ ফখরুল ইসলামের ছুরিকাঘাতে মারা যান। নিহত ফারুক আহমদ দীর্ঘদিন গ্রিস প্রবাসী ছিলেন। অনুমান ২ বছর পূর্বে তিনি বাড়িতে একে বারে চলে আসেন।

কানাইঘাট নিউজ ডট.কম/ ২৭ এপ্রিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়