Friday, April 27

কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গরু ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট মমতাজগঞ্জ বাজারে আতিকুর রহমান (৪০) নামের এক গরু-মহিষ ব্যবসায়ীর উপর গত বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহতের খবর পাওয়া গেছে। এঘটনায় তিনি বাদী হয়ে শুক্রবার লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির উজান ভারাপৈত গ্রামের মৃত সমছুল হকের পুত্র হামলাকারী শাহজাহান (৪২) ও একই গ্রামের আব্দুন নূরে পুত্র কামাল উদ্দিনের (৩৫) এর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা ৭/৮জন কে আসামী করে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন একই ইউ.পির সোনারখেওড় গ্রামের আব্দুস সামাদের পুত্র গরু ব্যবসায়ী আহত আতিকুর রহমান। অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে গরু-মহিষ ব্যবসায়ী আতিকুর রহমান মমতাজগঞ্জ বাজারে গরুর হাঠে গরু-মহিষ বিক্রি করে বাজারের কুতবুল উদ্দিনের কাপড়ের দোকানের পাশে দাড়ানো অবস্থায় অতর্কিত ভাবে উল্লেখিত বিবাদীগন তার উপর দেশীয় অস্ত্রসস্ত্র ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে গুরুতর ও রক্তাক্ত জখম করে গরু-মহিষ বিক্রির ৩ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে যায় বলে আহত ব্যবসায়ী আতিকুর রহমান জানিয়েছেন। 

কানাইঘাট নিউজ ডট.কম/২৭ এপ্রিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়