Monday, April 16

কানাইঘাটে নানা অনুষ্ঠানে যুগ্ন সচিব এহছানে এলাহী ও কমিউনিটি নেতা সামছুজ্জামান বাহারের যোগদান


নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার (১৪ই এপ্রিল) পহেলা বৈশাখ কানাইঘাটের নানা অনুষ্ঠানে যোগদান করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কানাইঘাটের কৃতি সন্তান এহছানে এলাহী খোকন ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা,শিক্ষানুরাগী কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র সহ-সভাপতি একেএম সামছুজ্জামান বাহার:


ছোটদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়:
ঐতিহ্যবাহী কানাইঘাট ছোটদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতর যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা শিক্ষানুরাগী কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র সহ-সভাপতি একেএম সামছুজ্জামান বাহারের সংবর্ধনা অনুষ্ঠান গত শনিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাটের কৃতি সন্তান সড়ক সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এহছানে এলাহী খোকন কানাইঘাট সদর ইউ.পির চেয়ারম্যান মামুন রশিদের সভাপতিত্বে যুব নেতা শহিদ আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কমিউনিটি নেতা সামছুজ্জামান বাহার, কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট কলেজের উপাধ্যক্ষ  লোকমান হোসেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, সিলেট বারের বিশিষ্ট আইনজীবি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা এডভোকেট ফখরুল ইসলাম, বানীগ্রাম ইউ.পির চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার ইউ.পির চেয়ারম্যান আলী হোসেন কাজল, সমাজ সেবী এডভোকেট আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা চিত্র শিল্পী বানু লাল দাস, সামছুল আলম জাকারিয়া,
আফছর উদ্দিন আহমদ চৌধুরীস্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সামছুল করিম, ছাত্রনেতা আহমেদুল কবির মান্না প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে এহছানে এলাহী খোকন বলেন, কানাইঘাটের মধ্যে ছোটদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে প্রতিষ্ঠান থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করে এলাকার অনেক গুণীজন দেশ জাতির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ছোটদেশ এলাকার সুনাম ধরে রাখার জন্য তিনি শিক্ষার সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান সেই সাথে এহছানে এলাহী প্রবাসী কমিউনিটি নেতা সামছুজ্জামান বাহারের সামাজিক সেবা মূলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, তিনি এলাকার গরীব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা সহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যে মানব সেবা করে যাচ্ছেন তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে সামছুজ্জামান বাহারের পিতা কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান দানবীর আলহাজ্ব এম. রকিব, কানাইঘাটের একজন শ্রেষ্ঠ সন্তান ছিলেন তিনি কানাইঘাটের নারী শিক্ষার উন্নয়নে যে অবদান রেখে গেছেন তা সব সময় এলাকার মানুষ স্মরণ রাখবে তারই সুযোগ্য সন্তান সামছুজ্জামান বাহার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাড়ানোর জন্য এহছানে এলাহী খোকন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠান শেষে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ এছাড়াও সংবর্ধিত অতিথি সামছুজ্জামান বাহার কে স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়


কানাইঘাট কলেজ:
বাংলা নববর্ষ ১৪২৫ কে স্বাগত জানিয়ে কানাইঘাট কলেজের উদ্যোগে ক্যাম্পাসে মঙ্গল শুভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার দুপুর ১২টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত মঙ্গল শুভাযাত্রায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহণ করেন। পরে বাংলা নববর্ষকে বরণ করার জন্য কলেজ মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ গভর্নিং বডির দাতা সদস্য,
সাবেক সংসদ আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী সামছুজ্জামান বাহার, কলেজের অধ্যক্ষ সামছুল আলম মামুন, উপাধ্যক্ষ লোকমান হোসেন, কলেজ গভর্নিং বডির সদস্য মখলিছুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক ফরিদুল হক ভূইয়া, হাবিব
আহমদ, হিমাংশু রঞ্জন, বিলাল উদ্দিন, বিনা সরকার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াহিয়া ডালিম, শাহেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে সামছুজ্জামান বাহার বলেন,শিক্ষা ছাড়া কোন জাতি কাঙ্খিত উন্নয়নের শিখরে পৌঁছাতে পারবে না। দেশের উন্নয়ন করতে হলে সমাজের সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।  

অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কানাইঘাটের কৃতি সন্তান এহছানে এলাহী যোগদান  করায় কানাইঘাট কলেজের বাংলা নববর্ষের অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়  ।

 হলি হেলথ হাসপাতাল:


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কানাইঘাটের কৃতি সন্তান এহছানে এলাহী খোকন ও কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব এমএ রকিবের সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা একেএম সামছুজ্জামান বাহার গত ১৪ই এপ্রিল কানাইঘাট পৌর শহরে  অবস্থিত বেসরকারী প্রাইভেট ক্লিনিক হলি হেলথ হাসপাতাল
পরিদর্শন করেন। এসময় তারা হাসাপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবার মান দেখে কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। পরে হাসপাতালের পক্ষ থেকে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়

রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়:
গত শনিবার ১৪ই এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কানাইঘাটের কৃতি সন্তান এহছানে এলাহী খোকন ও বিশিষ্ট শিক্ষানুরাগী,একেএম সামছুজ্জামান বাহার কানাইঘাটের নানা অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় যুগ্ম-সচিব এহছানে এলাহী শিক্ষার্থীদের একটি ক্লাস নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মামুন আহমদ,ওয়ামী লীগ নেতা চিত্র শিল্পী বানু লাল দাস,পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,ক্রীড়া সংস্কৃতি প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ। 

কানাইঘাট উপজেলা বে-সরকারি মাধ্যমিক স্কুল শিক্ষা ট্রাস্ট:
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কানাইঘাটের কৃতি সন্তান এহছানে এলাহী বলেছেন, কানাইঘাটের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে পরিণত করতে শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। কানাইঘাটকে আলোকিত করতে হলে ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষার দিক থেকে কানাইঘাট দিন দিন অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, বে-সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা জাতি গড়ার কারিগর হচ্ছেন। কানাইঘাট বে-সরকারি মাধ্যমিক স্কুল শিক্ষা ট্রাষ্ট কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষকরা তাদের বেতন ভাতার একটি অংশ মেধাবী শিক্ষার্থীদের উদ্দীপনা দেওয়ার জন্য প্রতি বছর প্রতিযোগিতা মূলক বৃত্তির আয়োজন করায় শিক্ষকদের অভিনন্দন জানান। এহছানে এলাহী শনিবার (১৪এপ্রিল) স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা বে-সরকারি মাধ্যমিক স্কুল শিক্ষা ট্রাস্ট এর মেধা যাচাই পরীক্ষা ২০১৭ এর বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছে এলাহীর সভাপতিত্বে ও ট্রাস্টের সচিব সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহমদের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, মুজম্মিল আলী, শিক্ষক সমিতির সভাপতি জার উল্লাহ, শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মামুন আহমদ, অবসর প্রাপ্ত শিক্ষক কলামিস্ট মহি উদ্দিন, ওয়ামী লীগ নেতা চিত্র শিল্পী বানু লাল দাস, মস্তফা-হক চৌধুরী ট্রাষ্টের চেয়ারম্যান আর.কে.এম মোস্তাক চৌধুরী,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল,সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, ক্রীড়া সংস্কৃতি প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, শিক্ষক নেতা নুরুল আমিন, সাজ উদ্দিন সাজু, মাহবুবুল হক, মামুন আহমদ,জৈন্তিয়া ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ট্রাষ্টের উদ্যোগে উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৯৩ জন শিক্ষার্থীদের হাতে বৃত্তি তোলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়