Saturday, April 14

কানাইঘাটে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এনজিও সংস্থা সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির বলেছেন, বর্তমান সরকারের স্বাস্থ্য সেবা গ্রামেগঞ্জে পৌঁছে দেওয়ার জন্য সীমান্তিক কাজ করে যাচ্ছে। সিলেট অঞ্চলের ঝুঁকি পূর্ণ এলাকা থেকে ম্যালেরিয়া প্রাদুর্ভাব নির্মুলে চিকিৎসা প্রদান সহ হাজার হাজার কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণ করছে সীমান্তিক। তিনি আরো বলেন সীমান্তিকের নানামুখী কার্য্যক্রমের সুফল পাচ্ছেন এলাকাবাসী। কানাইঘাট ও জকিগঞ্জ কে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। এ জনপদে মানুষের জীবন মান উন্নয়নে আমি কাজ করতে চাই। ভবিষ্যতে কানাইঘাটের সার্বিক শিক্ষার উন্নয়ন ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সীমান্তিক কাজ করে যাবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। ড. আহমদ আল কবির গত শুক্রবার সকাল ১১টায় সীমান্তিকের উদ্যোগে কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়নে কীটনাশকযুক্ত মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বড়চতুল ইউ.পির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা সাজনা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সাবেক ছাত্রনেতা ফজলুর রহমান, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক সাবেক ছাত্রনেতা তাজিম উদ্দিন, দিঘীরপার ইউ.পির চেয়ারম্যান আলী হোসেন কাজল সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সীমান্তিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়