নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বাজারের শাপলা পয়েন্টে আজ সোমবার দুপুর ১২টায় একটি অটোরিক্সা সিএনজির ধাক্কায় রক্তাক্ত আহত অনাথ শিশু নাঈম উদ্দিন (৯) কে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন কানাইঘাট থানা পুলিশের দুই কনস্টেবল। অটোরিক্সাটির চালক দূর্ঘটনার পর চলে গেলে আহত অবস্থায় শিশু নাঈম রাস্তায় পড়ে যখন যন্ত্রনায় কাতরাচ্ছিল তখন শাপলা পয়েন্ট দিয়ে মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন থানার পুলিশ কনস্টেবল ছানা উল্লাহ ও জামাল উদ্দিন। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এ দুই পুলিশ কনস্টেবল অনাথ শিশুটিকে তাৎক্ষনিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা প্রদান করান। পরে পুলিশ কনস্টেবল ছানাউল্লাহ ও জামাল উদ্দিন আহত নাঈমকে চিকিৎসার ঔষধ কিনে দেওয়ার পাশপাশি থানায় এনে ভালো খাবার খাওয়ান ও চিকিৎসার দ্বায়িত্ব নেন। বাম হাতের কাধে ও মুখে রক্তাক্ত আহত শিশু নাঈম ছোট বেলায় তার বাবা মাকে হারিয়েছে বলে সে "কানাইঘাট নিউজকে" জানায়। কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের খালা ছালেহা বেগমের বাড়িতে থেকে শিশু নাঈম কানাইঘাট বাজারে ভিক্ষাবৃত্তি করে থাকে। শিশুটিকে তাৎক্ষনিক উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ায় পুলিশের দুই কনস্টেবলের মহানুবতায় অনেকে তাদেরকে সাধুবাদ জানান। পুলিশ কনস্টেবল ছানাউল্লাহ ও জামাল উদ্দিন বলেন শিশুটি একদিকে রোগাক্রান্ত তারপর দূর্ঘটনায় রাস্তায় পড়ে থেকে যখন যন্ত্রনায় ছটফট করে ছিল তখন আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। এটা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি।
কানাইঘাট নিউজ ডট.কম/ ২৩ এপ্রিল।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়