Sunday, April 8

কানাইঘাটে দুই ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে আইনুল ইসলাম আইনুল(৩৫) ও সেলিম উদ্দিন (৪০) নামে ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে। অভিযানের নেতৃত্বদানকারী থানার এসআই আবু কাওছার জানিয়েছেন, শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নক্তিপাড়া গ্রামের কুখ্যাত ডাকাত আইনুল ইসলাম এবং একই ইউপির বাখালছড়া গ্রামের সোনাই মিয়ার পুত্র কুখ্যাত ডাকাত সেলিম উদ্দিন কে গ্রেপ্তার করেন। এ দুই ডাকাতের বিরুদ্ধে পূর্বে একাধিক ডাকাতির মামলা ছিল। সম্প্রতি লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নারাইনপুর গ্রামের সাবেক ইউ.পি চেয়ারম্যান কবির চৌধুরীর বাড়ীতে ডাকাতির ঘটনায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার এ দুই ডাকাতকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়