Friday, April 13

কানাইঘাটে মহানগর ছাত্রলীগ নেতা সারওয়ারের বিদায় সংবর্ধনা

কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সারওয়ার হোসেনের প্রবাস যাত্রা উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কানাইঘাট ইউনিক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট পৌর আ’লীগে আহবায়ক সাবেক তুখোড় ছাত্রনেতা জামাল উদ্দিন। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন রশিদ রাজুর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান এইচ মিনুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা নজির উদ্দিন প্রধান, ছাত্রলীগের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, আ’লীগের সদস্য সিহাব উদ্দিন। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আজির উদ্দিন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর তাজ উদ্দিন, পৌর আ’লীগ নেতা জমির উদ্দিন কামরান, উপজেলা তৃণমুল ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির তারেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা পৌর ও কানাইঘাট কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সংবর্ধিত মহানগর ছাত্রলীগ নেতা সারওয়ার হোসেনের হাতে উপহার সামগ্রী তোলে দেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সারওয়ার হোসেন কে ছাত্রীলীগের একজন ত্যাগী কর্মী উল্লেখ করে বলেন- সুদূর প্রবাসে গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য সংগঠনের জন্য কাজ করে যাবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়