Sunday, April 29

স্পেন ছাত্রলীগের সভাপতি রায়হান, সম্পাদক মারুফ

কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর স্পেন শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্পেন শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইসমাইল হোসাইন রায়হান কে সভাপতি এবং যুক্তরাজ্য
ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অজিহ উদ্দিন মারুফকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। স্পেন শাখা কমিটির সভাপতি রায়হানের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। তিনি ঢাকা কলেজে লেখাপড়া করেছেন। অপরদিকে, অজিহ উদ্দিন মারুফ এর বেড়ে ওঠা সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রামে। তিনি যুক্তরাজ্যের প্রিন্সটন কলেজ থেকে স্নাতক পাস করেছেন। মারুফ যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদের অনুসারী। 

 কানাইঘাট নিউজ ডট.কম/২৯ এপ্রিল ২০১৮/ডেস্ক

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়