Wednesday, April 4

কানাইঘাটে ঔষধ ভেবে কিটনাশক পান ! কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট দিঘীপার ইউ.পির ছত্রনগর গ্রামে ঔষধ ভেবে কিটনাশক পান করে সুলতান আহমদ (১১) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা অনুমান ৭টা দিকে ছত্রনগর গ্রামের দরিদ্র আয়াছ আলীর পুত্র সুলতান আহমদ ঔষধ ভেবে বসতঘরে রাখা কিটনাশক পরিবারের অজান্তে পান করলে একপর্যায়ে সে বিষক্রিয়ায় চরম অসুস্থ্য হয়ে পড়ে। পরিবারের লোকজন সিলেট সিওমেক হাসপাতালে নিয়ে যাবার পথে রাত ১১টার দিকে পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুলতান আহমদ। এঘটনায় কানাইঘাট থানা পুলিশ আজ বুধবার সুলতানের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে সিলেট মর্গে প্রেরণ করে। থানায় এব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়