নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব এম.এ শাকুর ছিদ্দিকীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বর্তমানে দেশে অবস্থানরত শাকুর ছিদ্দিকী তার নিজ বাড়ী কানাইঘাট উপজেলার বাউরভাগ গ্রামে পারিবারিক কাজে আসলে আজ রবিবার বিকেল ২টায় তার সাথে কানাইঘাটের নানাবিদ বিষয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, ক্রীড়া সাহিত্য প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ।
সাক্ষাতকালে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এমএ শাকুর ছিদ্দিকী বলেন,সাংবাদিকরা হচ্ছেন দেশ ও জাতির আশা আকাংখার প্রতীক। তাদের লেখনীর মাধ্যমে আমরা প্রবাসীরা তাৎক্ষনিক দেশের সবধরনের সংবাদ পেয়ে থাকি। দেশ ও জাতির কল্যানে সাংবাদিকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, কানাইঘাটে দিন দিন সাংবাদিকতার বিকাশ হচ্ছে, এটা অত্যান্ত আনন্দের। আমি সাংবাদিকদের কল্যানে কাজ করতে চাই।
কানাইঘাটে আর্থসামাজিক উন্নয়নে প্রেসক্লাবের গৌরব উজ্জল ভূমিকা রয়েছে। এ প্রতিষ্ঠানের উন্নয়নে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
সে সাথে তিনি তার ব্যক্তিগত উদ্যেগে বিভিন্ন শিক্ষামূলক কর্মকান্ডের কথা তোলে ধরে বলেন, সমাজে ভাল কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়