Wednesday, April 25

কানাইঘাট থানার এসআই হারুনুুর রশিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানার কম্পিউটার অপারেটর এএসআই হারুনুর রশিদের অন্যত্র বদলি জনিত উপলক্ষ্যে বিদায়ী অনুষ্ঠান গত মঙ্গলবার রাত ১০টায় থানার সাব ইন্সপেক্টর কক্ষে অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও এসআই হুমায়ূন কবিরের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট সার্কেলের এএসপি আমিনুল ইসলাম সরকার। বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) মোঃ নুনুমিয়া, থানার সাব-ইন্সপেক্টর পান্নালাল দেব, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, বিদায়ী সংবর্ধিত এএসআই হারুনুর রশিদ, এএসআই সামছুল আরেফিন, থানার ওয়ারলেস অপারেটর শাহ্ আব্দুল হান্নান, কম্পিউটার অপারেটর সাইফুল ইসলাম প্রমুখ। বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এএসপি আমিনুল ইসলাম সরকার বলেন, মানুষের যানমালের নিরাপত্তা বিধান ও সেবাই হচ্ছে পুলিশের কাজ। মাঠ পর্যায়ে পুলিশের যেসব অফিসার নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের নানা ভাবে পুরস্কৃত করা হচ্ছে। বিদায়ী এএসআই কম্পিউটার অপারেটর হারুনুর রশিদ একজন নিষ্ঠাবান সদালাপী কর্তব্য পরায়ন পুলিশ ছিলেন বলেই আজ তাকে সম্মানিত করে বিদায় জানানো হচ্ছে। এটা যেন আমরা সবাই ধরে রাখি। থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ তার বক্তব্যে বলেন, এএসআই হারুন রশিদ কানাইঘাট থানায় দীর্ঘ ৯ বছর কর্মরত ছিলেন। এখানে কর্মরত থাকাবস্থায় হারুনুর রশিদ পদোন্নতি পেয়েছেন। এলাকার মানুষের সাথে তার নাড়ীর সম্পর্ক ছিল। সবাই তার ভালো কাজের প্রশংসা করেছেন। একজন দক্ষ কম্পিউটার অপারেটর সে ছিল। থানার গুরুত্বপূর্ণ কাজ সে করত এবং সৎ নিষ্ঠাবান ও দায়িত্ব পালনে সদা জাগ্রত থাকত হারুনুর রশিদ। পুলিশ ডির্পাটমেন্টের একজন আইকন অফিসার হিসাবে হারুনুর রশিদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি। অনুষ্ঠান শেষে বিদায়ী এএসআই হারুনুর রশিদ কে থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও উপহার সামগ্রি তোলে দেন এএসপি আমিনুল ইসলাম সরকার।  

কানাইঘাট নিউজ ডট.কম/ ২৫ এপ্রিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়