Friday, April 20

কানাইঘাট ঝিংগাবাড়ী সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:
সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হায়াতুল ইসলাম আকঞ্জী বলেছেন, সমাজ ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার কল্যাণে যারা কাজ করেন তারাই হচ্ছেন মহৎ এবং জাতির সোনালী সন্তান। তিনি আরো বলেন, একটি এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করতে হলে সবাইকে মিলে শিক্ষার আলো জ্বালাতে হবে। শিক্ষার্থীদের উদ্দীপনা দেওয়ার জন্য সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের তিনি আধুনিক প্রযুক্তি ও জ্ঞান নির্ভর শিক্ষা অর্জনের উপর গুরুত্ব দেওয়ার জন্য আহবান জানান। হায়াতুল ইসলাম আকঞ্জী আজ শুক্রবার বিকেল ২টায় ঝিংগাবাড়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে কানাইঘাট ঝিংগাবাড়ী ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সমিতির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি আখলাকুল আম্বিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সংগঠনের উপদেষ্ঠা সমাজসেবী একেএম বদরুল ইসলাম হারুন, ফতেপুর কামিল মাদ্রাসার প্রধান মুফাছছির মাওঃ আনিছুর রহমান চৌধুরী, ফুলবাড়ী ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ জাকির হোসেন, ইউ.পি চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইউ.পি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ঝিংগাবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমএ সালাম। বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আব্দুল মজিদ, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।


কানাইঘাট নিউজ ডট.কম/ ২০ এপ্রিল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়