Monday, April 9

কানাইঘাট উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইনশৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা সোমবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ইউএনও তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, এসিল্যান্ড লুসিকান্ত হাজং, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনুমিয়া, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, পূর্ব ইউপির চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, লোভাছড়া বিজিবি ক্যাম্পে নায়েক সুবেদার মামুন রশিদ, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ আইন শৃংখলার কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবী করে ওসি (তদন্ত) মোঃ নুনুমিয়া বলেন, গত মার্চ মাসে থানায় ২৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিজিবির জোয়ানরা বলেন, সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধে তারা কাজ করে যাচ্ছেন। সভায় পৌর শহরের বেওয়ারিশ কুকুর নিধনের দাবী জানানো হয় সেই সাথে সীমান্ত এলাকায় কোন নীরিহ ব্যক্তিকে গরু, মহিষ আটক করে হয়রানী না করা সহ এলাকার সার্বিক আইন শৃংখলার উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান ইউএনও তানিয়া সুলতানা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়