নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির নারাইপুর গ্রামে শুক্রবার সকাল অনুমান ৭ টার দিকে একই পরিবারের মা-মেয়ে ও ছেলের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন কথা কাটাকাটির জের ধরে নারাইপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র ছুনু মিয়া (৪৩) প্রতিবেশি মখলিছুর রহমানের মেয়ে রাশনা বেগম (১৮) কে তার বসত বাড়িতে গিয়ে কিল, ঘুষি ও চড় থাপ্পড় মারলে মেয়ের আত্মচিৎকারে মা সুরতুন বেগম (৫২) বাড়ির পাশের বোরো ধানের ফসলি জমির মাঠ থেকে বাড়িতে আসলে হামলাকারী ছুনুমিয়া তাকে পিটিয়ে মাথায় রক্তাক্ত জখম করে। মাকে হামলার হাত থেকে রক্ষা করার জন্য ছেলে আলা উদ্দিন (২৬) এগিয়ে আসলে তাকেও মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে ছুনু মিয়া বলে আহতের সজনরা জানান। ছুনুমিয়া কে মখলিছুর রহমানের বাড়িতে আটক করে রাখলে তার আত্মীয় স্বজনরা এসে জোরপূর্বক ভাবে তাকে নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছুনু মিয়ার পরিবারের লোকজনের দাবী একটি দাওয়াতের ঘটনা নিয়ে এ ঘটনাটি ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন জখম হয়েছেন।
কানাইঘাট নিউজ ডট.কম/২৭ এপ্রিল।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়