নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে পুকরের পানিতে ডুবে ১৮মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে কানাইঘাট সদর ইউ.পির বীরদল পূর্ব হাওর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বানীগ্রাম ইউপির ছত্রপুর গ্রামের সৌদি প্রবাসী রইছ উদ্দিনের স্ত্রী ফাতেহা বেগম পালক পুত্র ১৮ মাসের শিশু সন্তান রাফিকে নিয়ে তার পিত্রালয় কানাইঘাট সদর ইউ.পির বীরদল পূর্ব হাওর গ্রামে গত মঙ্গলবার বেড়াতে আসেন। শিশু রাফি বাড়ির সবার অগোচরে আজ নানার বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন একপর্যায়ে খোঁজাখুঁজি করে শিশু রাফির ভাসমান লাশ পুকুরে ভাসতে দেখে তাকে সাথে সাথে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শিশুর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
কানাইঘাট নিউজ ডট.কম/ ২৫ এপ্রিল।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়