Monday, April 2

কানাইঘাট গাছবাড়ী বাজারে ইলেক্ট্রিক দোকান পুড়ে ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট গাছবাড়ী বাজারের দলইকান্দি সুপার মার্কেটে অবস্থিত তামিম ইলেক্ট্রিক হাউসে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। গত রবিবার রাত অনুমান ২টার দিকে এ অগ্নি কান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের অনুমান ১০/১১ লক্ষা টাকার ইলেক্টিক মালামালসহ দোকানটি সম্পূর্ণ রূপে পুড়ে ছাই হয়ে যায়। বাজারের নৈশ্যপ্রহরীরা জানান রবিবার রাত ২টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে তারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইলেক্ট্রিক মেকানিক স্থানীয় নিজ গাছবাড়ী গ্রামের মোঃ আম্বিয়াকে খবর দেন। তিনি ঘটনাস্থলে আসার পর বাজারের অনেক ব্যবসায়ী আগুন নেবানোর চেষ্ঠা করলেও ব্যবসা প্রতিষ্ঠানসহ মালামাল রক্ষা করতে পারেননি। অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক গাছবাড়ী এলাকায় পেট্রোল ডিউটিরত কানাইঘাট থানার এসআই আবু কাওছার ঘটনাস্থলে যান। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ আম্বিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন কঠোর পরিশ্রম ও ব্যাংক লোন নিয়ে তিনি ইলেক্ট্রিক দোকান করে ছিলেন। রহস্যজনক অগ্নিকান্ডে তার দোকানের সমস্ত মালামালসহ অন্তত ১২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। তবে কি কারণে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় ব্যবসায়ী মোঃ আম্বিয়া বাদী হয়ে দোকান পুড়ে যাওয়ার ঘটনায় থানায় গতকাল সোমবার সাধারন ডায়রী করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়