নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কানাইঘাট সদর ইউপির সাবেক চেয়ারম্যান, সমাজসেবী আব্দুল হেকিমের ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারনে আজ শুক্রবার সকাল ৯টায় তিনি তার নিজ বীরদল ছোটফৌদ গ্রামে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি......রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আছর মরহুম আব্দুল হেকিমের নামাজে জানাজা বীরদল আনোয়ারুল উলূম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপি নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ শরীক হন। জানাজা শেষে তার লাশ গ্রামের গুরুস্থানে দাফন করা হয়।
এদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কানাইঘাট সদর ইউপির সাবেক জনপ্রিয় চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ ও সমাজসেবী আব্দুল হেকিম (বি.এ) এর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, সদর ইউ.পির সাবেক চেয়ারম্যান কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শরীফুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়