নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা মাসিক উন্নয়ন সভা বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে ও ইউএনও তানিয়া সুলতানার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সহকারী কমশিনার (ভূমি) লুসিকান্ত হাজং, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা প্রকৌশলী রিয়াজ রহমান, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুুনুমিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস লিওফারগুশন নানকা, পূর্ব ইউ.পির চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ, দিঘীরপার ইউ.পির চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউ.পির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেইন, সদর ইউ.পির চেয়ারম্যান মামুন রশিদ, বানীগ্রাম ইউ.পির চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিংগাবাড়ী ইউ.পি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউ.পি চেয়ারম্যান ফখরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন মূলক কর্মকান্ড সুষ্ঠু ভাবে বাস্তবায়নের জন্য পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা তানিয়া সুুলতানা, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়